বিজেপি প্রার্থীর প্রচারে বাধা তৃণমূলের অভিযোগ বিজেপির।

0
251

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- নির্বাচন হওয়ার আগেই জমে উঠেছে লড়াই। তৃণমূল বনাম বিজেপি। আসন্ন পৌরসভা নির্বাচনে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৬ টি আসনের মধ্যে বিজেপি ৭ টি আসনে প্রার্থী দিয়েছে। কিন্তু আজ দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী টুটুন নন্দী ও দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা ঐ ওয়ার্ডের দাসপাড়াতে প্রচারে গেলে বাধার মুখে পড়েন বলে জানিয়েছেন বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের এখানে সন্ত্রাস তৈরি করতে চাইছে। মানুষের গণতন্ত্রকে হত্যা করছে। এই ওয়ার্ডে আমরা বিধানসভা ভোটে ১৪০০ লিড পেয়েছি। তাই আমরা ভালোই সাড়া পাচ্ছি। কিন্তু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আমাদের পেছন করে বিভিন্ন রকম হুমকির শ্লোগান দিচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতিকে ধিক্কার জানাই এবং আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেসের কর্মী আনন্দ দাস জানান, আমরা এই ওয়ার্ডের রাস্তায় ভোট প্রচারে বেরিয়েছি। এই রাস্তা কারোর ব্যক্তিগত নয়, সরকারের রাস্তা। তাই আমরা ভোট প্রচারে বেরিয়েছি। আর এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানিক মুখার্জী মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে থাকেন। এমনকী তিনি ২২০০ ভোটে জিতবেন। অন্যদিকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মানিক মুখার্জী জানান, দুই কিংবদন্তী সংগীত শিল্পীর মৃত্যুতে আমরা শোকাহত। তাই আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করে স্মরণসভা করে প্রচারে নামলাম। আর আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনদিন এরকম কাজ করতে পারেন না। কারন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নির্দেশ দিয়েছেন সমস্ত জায়গায় সুষ্ঠুভাবে নির্বাচন করার। আর বিজেপির পায়ের মাটি সরে গিয়েছে। তাই তাঁরা এরকম উলটো পাল্টা বলতে শুরু করেছে।