নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের কাজলী হল্ট এলাকায় দুর্ঘটনার কবলে পরে একটি সেগুন কাঠ বোঝাই পিকআপ ভ্যান।চালক পলাতক। স্থানীয় সূত্রে খবর এদিন সন্ধ্যায় একটি পিকআপ ভ্যান ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে ফালাকাটার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। সংশ্লিষ্ট ব্লকের কাজলী হল্ট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিতে সেগুন কাঠের গুঁড়ি বোঝাই ছিলো বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার পর গা ঢাকা দেয় ওই গাড়ির চালক বলে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। তবে এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অনুমান চোরাই কাঠ নিয়ে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে গাড়িটি। ঘটনার তদন্ত করছে পুলিশ বলে খবর।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার শুক্রবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের কাজলী হল্ট এলাকায় দুর্ঘটনার কবলে পরে একটি সেগুন...