খোলা মাঠের মধ্যে পড়ে বৃদ্ধের দেহ,এলাকায় চাঞ্চল্য।

0
329

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – খোলা মাঠের মধ্যে বছর ৬৫ বয়সের এক বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জয়নগর থানার অন্তর্গত রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের মেজবাবুর চক এলাকায়।মৃতের নাম রবীন তরফদার(৬৫)।স্থানীয় সুত্রে জানা গিয়েছে জয়নগর থানার অন্তর্গত শেখ-বৈদ্য-তরফদার-নস্করপাড়া অরুন নগর বামনগাছির বাসিন্দা বরীন বাবু গত দুইদিন আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।আর ফেরেন নি। পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়েন। ইতিমধ্যে ওই বৃদ্ধ তাঁর স্ত্রীর সাথে শুক্রবার দুপুরে ফোন করে কথা বলেন বলে দাবী মৃতের ভাইয়ের।পরিবারের লোকেদের আশা তিনি বাড়িতে ফিরে আসবেন। এরপর সন্ধ্যা ঘনিয়ে রাত নামলেও বাড়িতে না আসায় উদ্বেগ বাড়ে পরিবার পরিজনদের। এমন কি ফোন ও বন্ধ হয়ে যায় ওই বৃদ্ধের।শনিবার সকালেই আচমকা খবর পায় পরিবারের সদস্যরা। জানতে পারেন স্থানীয় মাঠে এক বৃদ্ধের মৃতদেহ পড়ে রয়েছে।সেখানে গিয়ে ওই বৃদ্ধ কে সনাক্ত করেন তার পরিবারের লোকজন। এরপর জয়নগর থানার পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে সুত্রের খবর মাঠের মাঝে পড়ে থাকা ওই বৃদ্ধের মৃতদেহের পাশ থেকে কীটনাশক উদ্ধার হওয়ায় আত্মহত্যা না খুন সে বিষয়ে ধোঁয়াশ তৈরী হয়েছে।এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here