নিজস্ব সংবাদদাতা,বীরভূম- সেখ ওলি মহম্মদঃ-
দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনির বিরুদ্ধে বাম সমর্থিত ‘বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চের সদস্যরা জনস্বার্থ বিরোধী কয়লা খনি চাই না, এই দাবিতে ১৫ ফেব্রুয়ারি কলকাতা থেকে যাত্রা শুরু করেছে বীরভূম জেলার দেউচা পাচামি খোলামুখ কয়লা খনির উদ্দেশ্যে৷ তাই আজ দুবরাজপুর ব্লকের অন্তর্গত তরুলিয়া মোড়ের কাছে পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা অবস্থান বিক্ষোভ করল। তাঁদের দাবী, আমরা দেউচা পাচামি খোলামুখ কয়লা খনির পক্ষে। তাই যাঁরা কলকাতা থেকে আসছেন তাঁরা সেখানে কয়লা খনি বন্ধ করতে চান। তাই আমরা আজ এখানে জমায়েত হয়েছি বলে জানান চাঁদ কিস্কু। দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্র জানান, দেউচা পাচামিতে একটা বিশাল কয়লা শিল্প হতে চলেছে। আর এতে কতিপয় লোক বিপক্ষে। তাই এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা জানাতে চাই তাঁরা শিল্পের পক্ষে। তার জন্যই একসাথে হাজির হয়েছে। অন্যদিকে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, তৃণমূল সব জায়গায় ব্যবসার গন্ধ খোঁজে, কাটমানির গন্ধ খোঁজে। যাঁরা কলকাতা থেকে আসছেন তাঁরা যদি মানুষের স্বার্থে আসেন তাহলে তাঁদের স্বাগত। আজ কয়লা খনির নামে জমি দখলের রাজনীতি চলছে। এর বিরূদ্ধে কেউ যদি পাশে দাঁড়ান তাহলে তাঁদের মত প্রকশের অধিকার কেড়ে নেওয়া উচিত নয়।