জমির সীমানার প্রাচীর ও সদ্য বসানো গেট ভাঙচুর জমির ভেতরে বসানো টিউব অয়েল উপড়ে ফেলার অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।

0
248

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- জমির সীমানার প্রাচীর ও সদ্য বসানো গেট ভাঙচুর জমির ভেতরে বসানো টিউব অয়েল উপড়ে ফেলার অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর শ্যামবাজার এলাকায়। জানা যায় শান্তিপুর ফুলিয়া স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুজন দাস মাস কয়েক আগে ওই এলাকায় দেড় কাঠা জায়গা কিনে ছিলেন। এরপর সেই জায়গাটি প্রাচীর দিয়ে ঘিরে দেয়, গত 17 তারিখ স্থানীয় ক্লাবের পক্ষ থেকে মোটা অংকের টাকা চাওয়া হয় চিকিৎসক সুজন দাস এর কাছে। চিকিৎসক সুজন দাস এর অভিযোগ ওই মোটা অংকের টাকা দিতে রাজি না হওয়ার কারণে ক্লাবের সদস্যরা তার জমির প্রাচীর লোহার গেট ভাঙচুর করে, এবং জমির ভেতরে বসানো টিউবওয়েল উপড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে চিকিৎসক সুজন দাস। যদিও স্থানীয় ক্লাবের পক্ষ থেকে সুজন দাস এর তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। ক্লাবের সম্পাদক জানান গতকাল রাতে ওই চিকিৎসক দলবল নিয়ে ক্লাবে আসে এরপর ক্লাবের সদস্যদের সাথে অভদ্রতা করে। ক্লাবের সদস্যরা প্রতিবাদ করায় ওই চিকিৎসক দলবল নিয়ে ক্লাবের টেবিল-চেয়ার এলইডি টিভি ভাঙচুর করে। যদিও চিকিৎসকের কাছে ক্লাবের পক্ষ থেকে মোটা অংকের টাকা চাওয়ার প্রশ্ন করায় ক্লাবের সম্পাদক বলেন ওই চিকিৎসক যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। জমি কেনার পরে ক্লাবের পক্ষ থেকে মোটা অংকের টাকা কখনোই চাওয়া হয়নি, বরং ক্লাবে ঢুকে ভাঙচুর করায় ওই চিকিৎসকের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি আমরা।