তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করায় ইংরেজবাজার পুরসভায় বহিস্কার করা হল ৯ জনকে।

0
190

নিজস্ব সংবাদদাতা, মালদা: তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করায় ইংরেজবাজার পুরসভায় বহিস্কার করা হল ৯ জনকে। অন্যদিকে পুরাতন মালদা পুরসভায় বহিষ্কার করা হল পাঁচজনকে। একই সঙ্গে ইংরেজবাজার পৌরসভার দলীয় নেতা যারা নির্দল প্রার্থী‌দের সহযোগিতা করেছেন এমন নেতাদেরও বহিষ্কার করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৪ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে আছেন তিন নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কাকলি চৌধুরীর স্বামী বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরী। পুরাতন মালদা পৌরসভার ৪ জন প্রার্থী ও একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচন থেকে সরে এসেছেন চার জন। শনিবার রথবাড়িতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা বলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। দল বিরোধী কাজ হলে তৃনমুল কংগ্রেস বহিষ্কার করবে তাদের সাথে কোন সম্পর্ক রাখবেনা কারন যদি কোন দল বিরোধী কাজ বা কোন ঘটনা সাথে জরিত হয়ে পরে তার জন্য তৃণমূল কংগ্রেসের কোন দায়থাকবে না।