এগরায় দলত্যাগী নির্দল প্রার্থীদের দল থেকে বহিস্কার।

0
350

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দলবিরোধী প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হল নির্দল প্রার্থীদের। দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নির্দল প্রার্থী হয়ে নমিনেশন জমা করেন। পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ মাইতি দলত্যাগী ক্ষুব্ধ নির্দল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু দলের সে আদেশ না মেনে তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রার্থী হওয়ার কারনে পূর্ব মেদিনীপুরের এগরা পৌরসভার তৃনমূল ত্যাগী নির্দৃ প্রার্থীদের দল থেকে বহিস্কার করা হয়।
রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ ক্রমে যাঁরা দলত্যাগ করে নির্দলে প্রার্থী হয়েছিলেন ৬নং ওয়ার্ডের বৈদনাথ পাত্র, ৮নং ওয়ার্ডে সাহাজাহান মল্লিক (তাহের) কে দল থেকে বহিষ্কার করা হলো।
এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সম্মানীয় এগরার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ মাইতি,এগরা টাউন সভাপতি উত্তম দাস ও
স্বপন নায়ক, মহিলা সভানেত্রী কবিতা প্রধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here