নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে বিজেপির ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে বিজেপির পক্ষ থেকে গোটা ওয়ার্ডে লাগানো হয়েছিল বিজেপির ব্যানার ফেস্টুন দলীয় ফ্ল্যাগ। 2 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তিথি দাস সরকারের অভিযোগ গভীর রাতে দুষ্কৃতীরা তাদের দলীয় ব্যানার-ফেস্টুন ফ্ল্যাট ছিড়ে দেয়। গতকাল রাতের এই ঘটনায় রবিবার সকালে ক্ষোভে ফেটে পড়ে ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানাবে বলে জানান বিজেপি প্রার্থী তিথি দাস সরকার। তবে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা নিয়ে কোনো রাজনৈতিক দলের উপরে দোষ চাপায়নি বিজেপি প্রার্থী তিথি দাস সরকার।
Leave a Reply