মাদক দ্রব্য সহ ১ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ।

0
381

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- হেরোইন, আফিম, পোস্তর আঠা সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ।। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক তিন কোটি টাকা সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূমের জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি।।
বীরভূম জেলা পুলিশের কাছে আগেই খবর ছিল শেখ বদরুজ্জামান ওরফে তাজেন নামে এক মাদক কারবারি দীর্ঘদিন ধরে বীরভূম জেলা জুড়ে হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যর কারবারি করছে।। বীরভূম জেলা পুলিশ প্রায় চার মাস ধরে শেখ বদরুজ্জামান ওরফে তাজেনের খোঁজ চালিয়ে যাচ্ছিল।। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মাদক কারবারি সঙ্গে যুক্ত সেই কুখ্যাত দুষ্কৃতী বদরুজ্জামান শেখ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 1 কেজি 900 গ্রাম হেরোইন, আফিম দেড় কেজি, পোস্তর আঠা তিন কেজি।যার বাজার মূল্য আনুমানিক তিন কোটি। বীরভূমের জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন। শেখ বদরুজ্জামান ওরফে তাজেনকে দুবরাজপুরের দরবেশপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি দুবরাজপুর থানার খোঁজমহম্মদপুরে। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী, অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) সুরজিত কুমার দে, ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুরের সি. আই মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ অফিসাররা।