আবদুল হাই, বাঁকুড়াঃ সরকারি PHE র জায়গা জবরদখল করে নির্মাণকার্য করার অভিযোগ উঠল বাঁকুড়া জেলার কোতুলপুরে । জানা যায় কোতুলপুর নেতাজি মোড় সংলগ্ন 4463 দাগ নাম্বারে 85.5 শতক জায়গা PHE নামে অধিকৃত সেখানে একটি জলসম্পদ প্রকল্প করার কথা রাজ্য সরকারের। সেই জায়গার উপর অপর্ণা ঘোষ স্বামী মহাদেব ঘোষ কোতুলপুর এর বাসিন্দা বাড়ি নির্মাণ কার্যের প্রস্তুতি শুরু করেছেন । উল্লেখ থাকে যে ওই 4463 জায়গাটি পিএইচপি এর অধীন তারপরে কিভাবে ওই জায়গাকে ব্যক্তিগত নামে রেকর্ড করা হয়েছে এ নিয়ে কোতুলপুর জোর গুঞ্জন শুরু হয়েছে। কোতুলপুর পঞ্চায়েত এর পক্ষ থেকে একটি নোটিশ করা হয়েছে উক্ত ব্যক্তিকে । আরো জানা যায় যে কোতুলপুর এর পঞ্চায়েত সদস্য সাদেক আলীর কাছে একটি বাড়ি তৈরি আবেদন আসে সেই জায়গাটি খোঁজখবর করে সাদেক বাবু জানতে পারেন ওই জায়গাটি PHE র তৎক্ষণাৎ সাদেক বাবু কোতলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এর সাথে কথা বলেন। কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধাননিতাই নন্দী তিনি ওই 44 63 দাগ নাম্বারে জায়গার খোঁজখবর শুরু করেন এবং জানতে পারেন ওই জায়গাটি পিএইচ এর ।তৎক্ষণাৎ তিনি বাঁকুড়া জেলা PHE দপ্তর বিষ্ণুপুর phe দপ্তর এবং কোতুলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কে বিষয়টি জানান. কৃষি phe এবং কোতুলপুর প্রশাসনের পক্ষ থেকে ওই জায়গাটি মেপে পিন করে দেন এবং একটি বোর্ড লাগিয়ে যান । উল্লেখ থাকে যে ওই জায়গাটির আশেপাশের ব্যক্তিরাও বেশ কিছুটা জায়গা দখল করেছেন । কোতুলপুর এর মানুষ ক্ষুব্দ সরকারি সম্পত্তি কিভাবে জবরদখল করা হয়েছে কি করে সম্ভব হল সে বিষয়ে গুঞ্জন কোতুলপুর এ । প্রশাসনিক সূত্রে জানতে পারা যায় যে উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রশাসন p.h.e. দপ্তর এবং কোতুলপুর গ্রাম পঞ্চায়েত উক্ত ব্যক্তিদেৱ বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন।