আমার বাঙলা ভাষা : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

0
363

রক্তের বিনিময়ে ফিরে পাওয়া
বাংলা ভাষার প্রদীপখানা
জ্বালিয়ে রেখো,
লালন কোরো সযতনে।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা জোগালো অনেক আশা
ভাষার প্রতি ভালোবাসা।
এই ভাষাতেই রাখলো ধরে
কলম আমার শব্দমালা;
কিন্তু আজ?
বর্ণমালার শব্দদের
করুন আর্তনাদ
শুনতে কি পাও?
ওরা আশঙ্কিত।
পরিবর্তনে পরিবর্তনে একুশের
সেই বিপ্লবের তরীতে
আবার উঠতে চাইছে তারা!
এই মাতৃভাষাই শিখিয়েছিল
ছোট্ট থেকে বড়ো হওয়া।
রাম বনে ফুল পেড়েছিল।
ছোট নদী বাঁকে বাঁকে চলেছিল……
এই বাঁকেতেই অন্য ভাষা আঁচড় দিতে ,ভাঙন ধরাতে এলে
কি করে? আদরের বাঙলা ভাষা?