মনিরুল হক, কোচবিহারঃ গত ১৫ ই ফেব্রুয়ারি কোচবিহার শহরের নিউ কদমতলা এলাকায় পাঁচ তলা একটি ফ্ল্যাটে বিধ্বংসী অগ্নি কান্ডের ঘটনা ঘটে। ওই আগুনে ঘরের ভেতরে থাকা মা ও ছেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটে। আর এই ঘটনার ৬ দিনের মাথায় আজ স্বদেশী অ্যাপার্টমেন্টের ওই ঘরটি পরীক্ষা করে দেখলেন ফরেনসিক বিভাগের অধিকর্তারা।
এদিন ডিএসপি হেডকোয়ার্টার এবং কোচবিহার কোতয়ালী থানার আইসির নেতৃত্বে ফরেনসিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা। এদিন বেলা ১-৩০ নাগাদ বিশাল পুলিশ বাহিনী ওই পাঁচ তালা ফ্ল্যাটে আসে তাদের ঘরের ভেতরের সকল জিনিস খতিয়ে দেখেন এবং তার ছবি করে নিয়ে জান।
প্রসঙ্গত, গত ১৫ ই ফেব্রুয়ারি কোচবিহার শহরের গত ১৫ ই ফেব্রুয়ারি কোচবিহার শহরের নিউ কদমতলা এলাকায় পাঁচ তলা একটি ফ্ল্যাটে বিধ্বংসী অগ্নি কান্ডের ঘটনা ঘটে। ঘটনায় ঘরের ভেতরে থাকা মা ও ছেলের মৃতদেহ উদ্ধার হয়। আর তারপরে আজ ওই মৃত্যুর ঘটনায় তদন্ত করতে ওই পাঁচতলা ফ্ল্যাটে ফরেনসিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা এসে পরীক্ষা করে দেখলেন।