তারকনাথ বাদ্যকর অভিনবভাবে গাড়ি তৈরি করে অল্প সময়ের মধ্যে ব্যবসায় লাভবান হচ্ছেন।

0
354

আবদুল হাই, বাঁকুড়াঃ নিজের বুদ্ধি কে কাজে লাগিয়ে অভিনবভাবে একটি গাড়ি তৈরি করেছে এক যুবক। ঐ যুবকের বাড়ি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বন আশুড়িয়া গ্রামে, নাম তারক নাথ বাদ্যকর। নিজের পুরানো মোটরসাইকেলের পিছনের চাকা খুলে দিয়ে, সেখানে একটি লিগামেন্ট লাগিয়ে চেন লাগানোর পর আরো দুটি চাকা লাগিয়ে তৈরী করেছে এই অভিনব গাড়ী। পিছনে লাগিয়েছে ছোট্ট ট্রলি। তার পুরনো মোটরসাইকেলের ইঞ্জিন এর সাহায্যে এই গাড়ি ব্যবহার করেন তিনি। গাড়িটি ব্যবহার করা খুব সহজ এবং রক্ষাণাবেক্ষন খরচ তার মোটর সাইকেলের মতোই। এই গাড়িটি ব্যবহার করে তিনি বিভিন্ন জায়গায় কখনো শাকসবজি বিক্রি করেন আবার কখনো আইসক্রিম বা বাদাম বিক্রি করেন। এই গাড়ির মাধ্যমে ব্যবসা করে যথেষ্ট সাফল্য এবং লাভবান হচ্ছেন তারকনাথ বাদ্যকর।