৭৩ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেডে অংশগ্রহণকারী কেয়া পালকে সম্বর্ধনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ।

0
466

আবদুল হাই, বাঁকুড়াঃ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঁকুড়া জেলার ইন্দাস সুপার মার্কেটে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ইন্দাস থানা কমিটির উদ্যোগে পালন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেডে অংশগ্রহণকারী ইন্দাস থানার বীরকন্যা কেয়া পালকে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও মাতৃভাষার জন্য বীরের মতো লড়াই করেছেন সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অঙ্কন প্রতিযোগিতা , নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষক বিদ্যুৎ কুমার সিংহ, লেখক শিল্পী সংগঠনের জেলা সম্পাদক স্নেহাশিস রায়, সুরজিৎ দলুই,কবি ও বাচিক শিল্পী অরুণ শিকদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ।