ছাত্র নেতার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে থাকার বার্তা শুভেন্দু অধিকারীর।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় তোলপাড় সারা রাজ্য, এই পরিস্থিতিতে এবার সেই পরিবারের পাশে থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বনশ্রী মাইতির সমর্থনে প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী,তিনি বলেন এই খুনের ঘটনায় পুলিশ দায়ী মমতা ব্যানার্জির পুলিশ দায়ী, উপরতলার পুলিশ কর্তাদের বাঁচানোর জন্য নিচের তলার পুলিশ দেব বলির পাঁঠা বানানো হচ্ছে, তিনি বলেন আনিসের বাবা যদি আইনী লড়াই লড়েন তাহলে শুভেন্দু অধিকারী তাদের পাশে আছে, পাশাপাশি তিনি বলেন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে হাওড়া পুলিশের এসপি এবং অ্যাডিশনাল এসপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *