পুলিশ এবং দুষ্কৃতীদের অত্যাচারে জেলাশাসক ঘেরাও করে বিক্ষোভ একাধিক কৃষক পরিবারের।

0
451

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে অত্যাচার করছে পুলিশ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এবার পুলিসের অত্যাচার সহ্য করতে না পেরে জেলাশাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন একাধিক কৃষক পরিবারের। মঙ্গলবার নদীয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। নদীয়া চাপড়া থানার বৃত্তিহুদা গ্রামের একাধিক পরিবারের দাবি তারা বেশ কয়েক বছর ধরেই সরকারি জমিতে চাষ করে নিজেদের সংসার চালান কোন রকমে। কিন্তু দীর্ঘদিন ধরে ওই এলাকার কিছু দুষ্কৃতী ওই জমি নিজেদের দাবী করে বলপূর্বক কেড়ে নিতে চাইছে। কৃষকরা দিতে অস্বীকার করায় তাদের জমির ফসল একাধিকবার নষ্ট করে দেওয়া হয়েছে। এ বিষয়ে চাপরা থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি পুলিশ তাদের কোন কথা শুনছে না উপরন্ত ওই এলাকার দুষ্কৃতীরা যেভাবে পুলিশকে বলছে পুলিশ সেভাবেই অভিযোগ দায়ের করে মিথ্যা মামলায় তাদের জড়িয়ে দিচ্ছে। এর আগেও এই একই দাবিতে তারা জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিল। কিন্তু পুলিশ এবং ওই এলাকার দুষ্কৃতীদের অত্যাচারের সীমা এতটাই অতিক্রান্ত করেছে তারা সহ্য করতে না পেরে এদিন আবারো জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি জেলাশাসক অবিলম্বে বিষয়টি নজর দিয়ে যাতে তারা পুলিশের অত্যাচার এবং দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পায় এবং তাদের যে জমি শেটি সুস্থভাবে তারা চাষাবাদ করতে পারে সে বিষয়ে নজর দিক।