কাঁচা বাঁশ কেটে রেখেছি আমাদের লোক দরকার হলে সেটা ব্যবহার হবে ক্ষীরপাই পৌরসভা নির্বাচনে ভোটের প্রচারে এসে মন্তব্য দিলীপ ঘোষের।

0
269

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- আমরা জানি আমাদের নিজের জোরে ভোট করতে হবে তার প্রস্তুতি চলছে,কাঁচাবাঁশ কেটে রেখেছে আমাদের লোকেরা দরকার হলে সেটা ব্যবহার করবো আমরা।কেন্দ্রীয় বাহিনীর অবশ্যই প্রয়োজন রয়েছে বাহিনী থাকলে অনেক সাধারণ ভোটার সাহস পায়,ভোটটা দিতে পুলিশের উপর কারও ভরসা নেই। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে ভোট সন্ত্রাস নিয়ে এমনই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ।দিলীপ বাবু এইদিন ক্ষীরপাই পৌরসভার সামনেই পৌরসভার ১০ টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের নিয়ে চা চক্রে বসেন,চায়ের আড্ডায় প্রার্থীদের সাথেও আলাপ সারেন তিনি।এছাড়াও ক্ষীরপাই পৌরসভার বেশকয়েকটি ওয়ার্ডে ঘুরে প্রচারও সারেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা, এইদিন তিনি আরো বলেন গত লোকসভা ভোটে বিজেপি এখানে লিড পেয়েছে, তাই তৃণমূল ভয় পাচ্ছে, তাই পোস্টার ব্যানার ছিঁড়ে ভয় দেখানোর চেষ্টা করছে, আমাদের কর্মীরা রয়েছে যোগ্য জবাব দেওয়ার জন্য,এইদিন এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।