ছাত্র নেতার মৃত্যুর ঘটনা তিন দিন পেরিয়ে গেলেও দোষীরা এখনো অধরা,তারই প্রতিবাদে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল AIDSO র।

0
400

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- ছাত্রনেতা আনিসের রহস্যজনক মৃত্যুর ঘটনা তিনদিন পেরিয়ে যাওয়ার পরও এখনো দোষীরা অধরা। এই নিয়ে গতকাল মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেখানে পুলিশ অত্যন্ত অশালীনভাবে আক্রমণ, বেপরোয়া মনোভাব এবং ৫৮ জন ছাত্র কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে ছাত্র সংগঠনের এআইডিএসও রাজ্য কমিটির পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এ আই ডি এস ও। সেই মতন মেদিনীপুরে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে প্রতিবাদ মিছিল শহরের একটা অংশ পরিক্রমা করে ডিএম গেটে পথসভা হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর (উত্তর) সাংগঠনিক জেলার জেলা সভাপতি সিদ্ধার্থশঙ্কর ঘাঁটা এবং সম্পাদক তনুশ্রী বেজ। মিছিলের শেষে বক্তব্য রাখেন তনুশ্রী বেজ। তিনি বলেন, ৯১ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও হত্যাকারীরা অধরা কিন্তু পুলিশকে অতি সক্রিয়তা হতে দেখা গেল ছাত্রদের ওপর। এইতো মা-মাটি-মানুষের সরকারের গণতন্ত্র! গতকাল আলেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ যেভাবে অপত্য অত্যাচার করেছে এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা, সঙ্গে সঙ্গে অতি দ্রুত হত্যাকারীদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।