নকল সোনার চেন বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেল এক যুবক।

0
293

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নকল সোনার চেন বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেল এক যুবক, পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত অপর এক মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নবদ্বীপ পৌরসভা প্রতাপ নগর বাজার এলাকায়। ধৃত যুবকের নাম আব্দুল আনসারী, বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার সিংহাটি এলাকায়। অভিযোগ, ধৃত ওই যুবক কিছুদিন আগে প্রতাপনগর বাজার সংলগ্ন একটি সোনা-রুপার দোকানে বাবা অসুস্থ বলে একটি সোনার চেন বিক্রয় করে। পরে চেনটি পরীক্ষা করে সেটি যে নকল তা বুঝতে পারেন সংশ্লিষ্ট দোকানের মালিক। কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত ওই যুবক। এরপর আজ দুপুরের এক মহিলা সহ ওই যুবক দুটি নকল শোনার চেন নিয়ে প্রতাপনগরের সেই সোনা রূপোর দোকানে বিক্রয় করতে আসলে দোকানের মালিক চিনতে পেরে তাঁকে আটকানোর চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে মহিলাটি পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি বাইক উদ্ধার করার পাশাপাশি ওই যুবককে আটক করে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।