পুরুলিয়া, শিবপ্রসাদ মণ্ডল:- নিখোঁজ যুবকের পচা গলা দেহ উদ্ধার। পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ে গাছ থেকে একটি পচাগলা দেহ উদ্ধার করে নিতুরিয়া থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় স্হানীয় মানুষ পাহাড়ে একটি পচাগলা দেহ গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।নিতুরিয়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে পাঠায়। দেহটি নিতুরিয়া থানার দীঘা গ্রাম পঞ্চায়েতের দীঘা গ্রামের রিন্টু তন্তুবায়ের (২৮)বলে দাবী স্হানীয় মানুষের। পরিবারের সদস্যরা দেহ সনাক্ত করে জানান রিন্টু গত বছর ২৮শে অক্টোবর তার মাকে ডাক্তার দেখাতে এসে আর বাড়ি ফেরেনি।এবিষয়ে সেসময় থানায় নিখোঁজ ডাইরি করা হয়েছিল।আজ প্রায় চারমাস পর তার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।দেহ উদ্ধারে রহস্য দানা বাঁধছে ,আত্মহত্যা না, খুন? তদন্ত শুরু করেছে নিতুরিয়া থানার পুলিশ।