আবদুল হাই, বাঁকুড়াঃ বৃহস্পতিবার বিকেল 4 টা নাগাদ ছাতনা বারবাকড়া মোড় থেকে দুবরাজপুর মোড় পর্যন্ত বাঁকুড়া জেলা কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষক বিরোধী বিজেপির কেন্দ্রীয় বাজেট এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন আয়োজন করে ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস। ছাতনা ব্লক 13 টি অঞ্চল থেকে কয়েক হাজার মহিলা ও পুরুষ এই মিছিলে অংশগ্রহণ করে। কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলে মহিলাদের যোগদান ছিল চোখে পড়ার মতো। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা কিসান ক্ষেতমজুর সেলের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী , ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি সহদেব বাউরী, ছাতনার প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্র নাথ নায়েক সহ অঞ্চল প্রধান ও মহিলা নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থকরা। কিসান ক্ষেতমজুর সেলের জেলা সাধারণ সম্পাদক জানান অবিলম্বে 100 দিনের কাজ 200 দিন করতে হবে এবং 2022 বর্ষের আর্থিক বাজেটে কৃষকদেরকে যেভাবে বঞ্চনা করা হয়েছে তার তীব্র বিরোধিতা করে আজকের এই পথ মিছিল। ছাতনা বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ লায়েক জানান পাঁচ হাজারেরও অধিক সাধারণ মানুষ এই মিছিলে যোগদান করে এই মিছিল কে সাফল্যমন্ডিত করেছে এবং তাদের যে দাবি-দাওয়া তার সকল সাধারণ মানুষের দাবি তেমনটাই জানিয়েছেন।