সংস্থার উদ্যোগে ক্যানিং মহকুমা এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান।

0
1401

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং- শুক্রবার সকালে দুই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুন্দরবনের ক্যানিং মহকুমা এলাকার বিভিন্ন সরকারী স্বাস্থ্যকেন্দ্রে ১৪ টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।
এদিন সকালে বাসন্তী গ্রামীণ হাসপাতালে পৌঁছে যায় ‘মুক্তি’ ও ‘মঠেরদিঘী পল্লি সেবা সদন’ নামক দুই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সেখানে হাসপাতালের ডাঃ মিন্টু রঞ্জন পাল এর হাতে ১০ টি অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্র তুলে দেন খোকন মন্ডল।এছাড়াও ক্যানিং ২ ব্লকের মঠেরদিঘী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ৪ টি অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্র প্রদান করেন।
মঠেরদিঘী পল্লি সেবা সদন এর কর্ণধার খোকন মন্ডল জানিয়েছেন ‘বিগত দিনে সুন্দরবনের বুকে আয়লা,আম্ফান,বুলবুল এমন কি ইয়াস পরবর্তী সময়ে দুর্গত মানুষের পাশে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে হাত বাড়িয়ে দিয়েছিলাম।পরে করোনা তান্ডবেও তাদের পাশে ছিলাম। সেই সময় আমাদের নজরে পড়ে এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেনের ঘাটতির ব্যাপারটা।সেই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেনতেন প্রকারে এমন সমস্যা সমাধান করার।যাতে করে সুন্দরবনের ক্যানিং মহকুমার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত প্রান্তিক মানুষের অক্সিজেনের ঘাটতি না হয় সেই কারণে ১৪ টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে। আগামী দিনে আরো ১২ টি অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্র প্রদান করা হবে। প্রয়োজন হলে সংখ্যা বাড়ানো হবে’।
অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্র পেয়ে বাসন্তী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক মিন্টু রঞ্জন পাল জানিয়েছেন ‘এই যন্ত্রের সাহায্যে অক্সিজেন উৎপন্ন হবে। তা রোগীদের পরিষেবায় ব্যবহৃত হবে। পাশাপাশি করোনার সময় অক্সিজেনের যে ঘাটতি দেখা দিয়েছিল সেটা আর হবে না।শুধু মাত্র করোনার জন্য ব্যবহৃত হবে না এই অক্সিজেন। প্রয়োজনে শ্বাসকষ্ট জনিত রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করা হবে অক্সিজেন কনসেনট্রেটর এর উৎপন্ন অক্সিজেন।’