সদিচ্ছা থাকলে যুব সমাজ অনেক ভালো কিছুই করতে পারে, শুক্রবার এমনই ঘটনা নজির হয়ে রইল বামনগোলার নালাগোলা এলাকায়।

0
314

দেবাশিস পাল,মালদা:- সদিচ্ছা থাকলে যুব সমাজ অনেক ভালো কিছুই করতে পারে। শুক্রবার এমনই ঘটনা নজির হয়ে রইল বামনগোলার নালাগোলা এলাকায়। কোনো কাজের লোক দিয়ে নয়,একদল উদ্যোমী যুবক নিজেদের হাতেই দৃষ্টান্ত মূলক কাজ করে সাড়া ফেলে দিয়েছেন এলাকায়। ডালি,কোদাল,ঝাঁটা হাতে তাঁরা নেমে পড়লেন নালাগোলা এলাকার উত্তর নয়াপাড়া হাসপাতাল সাফাই অভিযানে। তাঁদের কর্মকাণ্ড দেখে ভিড় করলেন উৎসুক মানুষজন। বললেন ইচ্ছে থাকলে মহৎ কাজে এখনো ঝাঁপিয়ে পড়তে পারে যুব সমাজ। এদিনের হাসপাতাল সাফাই অভিযান তারই দৃষ্টান্ত।
এদিনের হাসপাতাল সাফাই অভিযানে ছিলেন কৌশিক রায়, আনন্দ রাম,সুশীল পাল সহ শতাধিক সেচ্ছাসেবী যুবক। তাঁরা প্রত্যেকেই মাহিনগর বুড়াকালি শিবঠাকুর মন্দির কমিটির পক্ষ থেকে এই মহতী কাজে নেমেছেন বলে জানা গিয়েছে।
কৌশিক রায় নামে একজন বলেন, “করোনা অতিমারির দাপট অনেকটাই কমে এলেও এখনও পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সাবধানতা অবলম্বন জরুরি। এছাড়াও ডেঙ্গু সহ নানা রোগ প্রতিরোধ করতেও পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার। তাই তাঁরা এদিন নালাগোলায় অবস্থিত উত্তর নয়াপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিজেরাই হাত লাগিয়ে সাফাই অভিযান করলেন। আগামীতে আরও বিভিন্ন এলাকায় সাফাই অভিযানের ইচ্ছে আছে।”
আনন্দ রাম নামে একজন বলেন,” করোনা অতিমারি পরবর্তীতে সকলের সুস্থ সুন্দর জীবন যাত্রার উদ্দেশ্যে এদিনের হাসপাতাল সাফাই অভিযান অনুষ্ঠিত হলো। সাফাই কাজে সবাই মিলে কাছে হাত লাগিয়ে যে কত আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। তাঁদের দেখে অনেকেই এসে কাজে হাত লাগানোয় তাঁরা খুব খুশি।”
উপস্থিত নির্মল রায় নামে একজন বলেন,” তিনি একজন পঞ্চায়েত কর্মী। যুব সমাজের এভাবে হাসপাতাল সাফাই অভিযান দেখে বসে থাকতে পারেননি। তিনি নিজেও কোদাল হাতে সাফাইয়ের কাজে নেমে পড়েন। যুব সমাজের এই সদিচ্ছা মহতী কাজ সাড়া ফেলে দিয়েছে এলাকায়।”
উত্তর নয়াপাড়া হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা এই হাসপাতাল সাফাই অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মতে যুব সমাজের এই মহৎ কাজ দৃষ্টান্ত হয়ে থাকবে এলাকায়।