নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- কয়েকমাস আগে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বাসিন্দা সুশোভন বেরা।বর্তমানে রায়িশার লাগাতার আক্রমন চালাচ্ছে ইউক্রেনে।সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবরা খবর দেখে উদবিগ্ন হয়ে পড়েছে সুশোভনের মা ও বাবা।ছেলে কীভাবে বাড়ী ফিরবে তা নিয়ে চিন্তিত তারা।কয়েকমাস আগে ইউক্রেনে গিয়েছে ডাক্তারি পড়তে। সুশোভন ইউক্রেনের KYIV মেডিক্যাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র সে।গত ২০২১ সালের জুলাই মাসে বাড়ী এসেছিল। সেপ্টেম্বর মাসে ফের রওনা দেয় ইউক্রেনে। তিন বছর ধরে পড়াশুনা করছে সুশোভন। পরিবাদের দাবী ভারত সরকার দ্রুত তাদের ছেলে সহ অন্যান্য পড়ুয়াদের বাড়ী ফিরিয়ে নিয়ে আসুক।ছেলের সঙ্গে হোয়াটস অ্যাপস কলে কথা বলে যেটা জানা যাচ্ছে সুশোভন একটি বিল্ডিংয়ের আন্ডার গ্রাউন্ডে রয়েছে।মোবাইলে চার্জও প্রায় শেষ হতে চলছে।রয়েছে ইউক্রেনের কি বেরে রয়েছে সুশোভন। এখন শুধু দুশ্চিন্তায় সুমনের বাড়ি ফেরার দিন গুনছে বাবা ও মা।
Home রাজ্য দক্ষিণ বাংলা সবংয়ের ছেলে ডাক্তারি পড়তে গিয়ে আটকে গিয়েছে ইউক্রেন,উদ্বিগ্ন পরিবার,এখন শুধু হোয়াটস অ্যাপস...