নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- আবারো পথদুর্ঘটনায় এক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শ্রীরামপুর এলাকায়, আহত অপর এক স্কুল পড়ুয়া, জানা গিয়েছে মৃত ওই স্কুলপড়ুয়া নাম রিতেশ হাইত, বয়স আনুমানিক ১৪ বছর, নবম শ্রেণীর ছাত্র ছিল সে, আরো জানা যায় আহত ছাত্রকে উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ঘটনায় জানা যায় শুক্রবার বেলা নাগাদ বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে, স্থানীয়দের অভিযোগ মাছের গাড়ির সাথে ট্রাকের রেষারেষির ঘটনায় এই ঘটনা ঘটে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে, পাশাপাশি ওই মৃত ছাত্রকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।