IPS রা ভালো থাকলে পিসিমণি ভাইপো মনি ভালো থাকবে,এগরাতে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

0
256

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- কান টানলে মাথা আসবে, পুলিশ খুন করেছে পুলিশি তদন্ত করছে এটা হতে পারে না, বিশ্বাসযোগ্য নয়, ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পৌরসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় এমনটাই মন্তব্য করলেন বিরোধীদলীয় নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, ইতিমধ্যেই আমিষের পরিমাণ সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে, সেই আরজি কে সমর্থন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেন সঠিক দাবি করছে, তিনি আরো বলেন আমাদের সঙ্গে আনিষের রাজনৈতিক মতাদর্শ বিরোধ আছে, ওর বক্তব্য ফেসবুক সবটাই বিজেপি এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এটা কোন রাজনৈতিক বিষয় নয়, কিন্তু আমরা করি কেউ যদি আইন ভঙ্গ করেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া যায়, এভাবে আইনের রক্ষক যারা যাদের বেতন জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া হয় আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য, তারা যদি এইভাবে যুবকের বাড়িতে গিয়ে এক যুবককে হত্যা করে, যারা এই ঘটনার মূল মাথা তাদের নির্দেশে যেসব চুনোপুটি রা গিয়েছিলেন, আসলে হোম গার্ডের কোন ইউনিয়ন নেই, বলার কেউ নেই, কনস্টেবলের ইউনিয়ন অনেক আগেই মমতা ব্যানার্জি তুলে দিয়েছে,ASI দের অবস্থা তথৈবচ,IPS রা ভালো থাকলে পিসিমণি ভাইপো মনি ভালো থাকবে, এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন পুলিশ খুন করেছে পুলিশকে দিয়ে তার তদন্ত করা যায় না, আর সিটের মাথায় জ্ঞানমোহন সিং যাকে CBI রিজুয়ানু হত্যাকাণ্ডে তার ডিসিপ্লিনারি প্রসিডিংসের জন্য রিকুটমেন্ট করেছিল তাকে মাথায় রেখে আপনি কি জাস্টিস পাবেন, উনি হচ্ছেন জল, সিপিএমের সময় ছিলেন সিপিএমের মতো, বাটিতে বাটিতে ঘটি, এখন আকার বদলেছেন, প্লাস্টিক গ্লাস হয়েছেন, এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি একাধিক মন্তব্যে নিশানা করলেন মমতা ব্যানার্জির উপর,তিনি বলেন আমরা পাগলের রাজ্যে বসবাস করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here