ভারত বাংলাদেশ সিমান্তে দিনরাত এক করে চলছে বি এস এফের জওয়ানেরা ডিউটি তার সাথে সাধারণ মানুষরে সাথে সংযোগ বারাতে মানুষের সেবাই এবার বি এস এফ।

0
262

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-ভারত বাংলাদেশ সিমান্তে দিনরাত এক করে চলছে বি এস এফের জওয়ানেরা ডিউটি তার সাথে সাধারণ মানুষরে সাথে সংযোগ বারাতে মানুষের সেবাই এবার বি এস এফ। হবিবপুর থানার অন্তগত ৪৪ নম্বর ব্যাটেলিয়ের শনিবার বি এস এফের উদ্যোগে বুলবুলচন্ডী গ্রামীন হাসপালের অনুষ্ঠিত হলো সিভিক অ্যাক্সেন প্রোগরাম এদিন বি এস এফে তরফে বুলবুলচন্ডী গ্রামীন হসপিটালের বেড সহ ওটি ক্লিনার গ্লাবস হসপিটালের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রিক তুলেদিলেন হসপিটালের কর্তৃপক্ষের হাতে । এদিন এই সিভিক এ্যাক্সেন প্রোগামে উপস্থিত ছিলেন ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের কমেন্ডেট এচ এস বেদি, বি এস এফে সি এম এচ রেখা বর্মা। এছারাও অনুরাধা পুর ক্যাম্পের কমেন্ডেট লক্ষীন্দ্রর সিং, সহ বুলবুলচন্ডী অঞ্চল,ও ধুমপুর অঞ্চলের প্রধান সহ বি এস এফে বিভিন্ন পদে থাকা আধিকারিকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here