নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অটোর পেছনে ছোট চাকার লরির ধাক্কায় গুরুতর আহত হলেন বেশ কয়েকজন যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার শুলন্টু মসজিদ মোড় এলাকায়। আহত ব্যক্তিদের প্রথমে চাঁদপুর হাসপাতাল ও পরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত স্বরুপগঞ্জ এলাকার বাসিন্দা দেবযানী চক্রবর্তী শুলন্টুতে তাঁর এক আত্মীয় বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগদান করতে এসেছিলেন। ফেরার সময় মসজিদ মোড় এলাকায় তাদের অটোর পেছনে দ্রুতগতিতে ছুটে আসা একটি ছোট চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো দুর্ঘটনাটি ঘটে। লরির ধাক্কায় দেবযানী চক্রবর্তী সহ পাঁচ থেকে ছয় জন গুরুতর আহত হন। এরপর আহতদের প্রথমে চাঁদপুর হাসপাতাল ও পরবর্তী সময়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দেবযানী চক্রবর্তী সহ অপর এক আহত মহিলাকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনার পর লরিটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।