বাঁকুড়ার দ্বিতীয় বর্ষের ছাত্র সৌমাল্য মুখার্জী বাংকারে লুকিয়ে দিন কাটাচ্ছে।

0
417

আবদুল হাই, বাঁকুড়াঃ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়াতে ভারতের বহু সংখ্যক ছাত্র-ছাত্রী সেখানে আটকে পড়ে গেছে। এমনই এক ছাত্র হল বাঁকুড়া কেন্দুয়াডিহি অঞ্চলের সৌমাল্য মুখার্জি সেখানে ডাক্তারি পড়াশোনা করতে গিয়ে সে এখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে আটকা পড়ে দিন কাটাচ্ছে আমরা পরিবারের সাথে যখন কথা বলি ছেলের বাবা জানান গত অক্টোবর মাসে ইউক্রেন গিয়েছিল সে এখন দ্বিতীয় বর্ষের ছাত্র আজ সকালে তার সাথে কথা হয়েছে তারা এখন বাংকারে দিন কাটাতে বাধ্য হচ্ছে। তিনি জানান যে নবান্ন কে জানানো হয়েছে এবং তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব বিষয়ে যথেষ্ট সংবেদনশীল তাই তিনি আশাবাদী যে তার ছেলেকে অতিশীঘ্র ইউক্রেন থেকে নিরাপদে নিয়ে আসা সম্ভব হবে ।সৌমাল্য মুখার্জীর মা একই কথা বলেন তিনি জানান যে যখন থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে তারা আতঙ্কে দিন গুজরান করছে তারা চান যে সরকার যেন তাদের ছেলেকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসে এদিকে এক ভিডিও বার্তায় ইউক্রেন থেকে সামান্য জানায় যে তারা এখন বাংকারে দিন গুজরান করতে বাধ্য হয়েছে।যে সমস্ত ছাত্রেরা এখন অ্যাপার্টমেন্টে আছে তাদের অবস্থা খুবই সংগীন