শালবনিতে বিজেপি দল ছেড়ে শতাধিক কর্মী যোগদান করলো তৃণমূল কংগ্রেসে।

0
358

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- আবারো বিজেপির ঘর ভাঙলো বর্তমান শাসকদল তৃনমূল । শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৬ নম্বর ভীমপুর অঞ্চলের নেড়ে বালিবাঁধ এলাকায় অঞ্চল তৃনমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি তাড়াও কৃষক বাঁচাও এই লক্ষ্যে পদযাত্রা পথসভা ও যোগদান মেলার আয়োজন করা হয়।এইদিন গোটা এলাকা মিছিল পরিক্রমা করে। মিছিলের শেষে পথসভার আয়োজন করা হয় । এই পথসভায় বিজেপি থেকে শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। এইদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, ব্লক কিসান ক্ষেতমজুর সেলের সভাপতি সনৎ মাহাতো, ব্লক যুব তৃণমূলের সভাপতি গৌতম বেরা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে পতাকা তুলে দেওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন আগামী দিনের শালবনি এলাকায় বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না । মানুষ ভুল বুঝে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিল ।কিন্তু তারা তাদের ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের সকলকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে রাজ্যের উন্নয়নের কান্ডারী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য তিনি তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান।