উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে ভোট শেষ।

0
347

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে ভোট প্রায় শেষের পথে। 1O7 পৌরসভার ভোট হওয়ার পাশাপাশি কালিয়াগঞ্জ ভোট শান্তিপূর্ণ হয়। কালিয়াগঞ্জে সতেরোটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, নির্দল, 68 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। 17 টি ওয়ার্ড এ 56 টি বুথ রয়েছে। পৌরসভার মোট ভোটার 44 হাজার 303 জন। প্রতিটি বুথে চারজন করে ভোট কর্মী রয়েছে। 12 নম্বর ওয়ার্ডে ত্রিধারা মাঠ-ময়দান এলাকায় প্রাইমারি স্কুলে ভোট গ্রহণ পর্ব চলছে প্রায় শেষের পথে। শহর সভাপতি তৃণমূল কংগ্রেসেরছিলেন। সুজিত সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী 12 নম্বর ওয়ার্ড। তিনি কালিয়াগঞ্জ বাঁশি কে বলেছিলেন শান্তিপূর্ণভাবেই ভোট হবে বিরোধীরা যেভাবে বলেছিল তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে ভোট নিবে তারা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোট করিয়েছেন তিনি। তিনি আরো জানান বিরোধীরা আদিবাসী নিয়ে আসে সন্ত্রাস করার জন্য তা আমি প্রশাসনের সাহায্যে সেটা আমি হতে দেয়নি। প্রশাসন শেষ পর্যন্ত করা নজরদারি রেখেছেন প্রতিটি বুথে। কালিয়াগঞ্জ এর মানুষ ও প্রশাসন সহযোগিতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রতিটি ভোটকেন্দ্রে।