খড়গপুর শহরে দিলীপ ঘোষ থাকায় পৌর নির্বাচনে অশান্তির আশঙ্কা তৃনমূলের,সংসদ হিসেবে থাকতে পারেনি মন্তব্য দিলীপ ঘোষের।

0
243

নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর:- রবিবার সকাল থেকে শুরু হয়েছে পৌর নির্বাচন,পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি পৌরসভার নির্বাচন হবে। তবে তারই মাঝে খড়গপুর শহরে রয়েছেন দিলীপ ঘোষ। এরই মাঝে পৌরভোটে অশান্তির আশঙ্কা এমনটাই মন্তব্য করেছিলেন পিংলার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের ইলেকশন কো-অডিনেটর অজিত মাইতি। প্রসঙ্গত বেশ কয়েক দিন আগে ভোট প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন কাঁচা বাঁশ কেটে রাখা আছে। পাশাপাশি খড়গপুরে পৌরসভার ভোট প্রচারে এসে শুভেন্দুর মন্তব্যের জেরে পৌরভোটে অশান্তির আশঙ্কা করছে তৃণমূল। যদিও এই সম্বন্ধে শনিবার রাতে কার্যত প্রসঙ্গ উড়িয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ, তিনি বলেন খরগপুর পৌরসভা তে ৫০% বহিরাগতরা রয়েছে, যেখানে অনেক রেলকর্মী রয়েছে পাশাপাশি চাকরিজীবীরা রয়েছে, তারপরে মূল কথা হচ্ছে আমি এখানকার সংসদ আমার অ্যাক্টিভিটি না থাকলেও আমি উপস্থিত থাকতে পারি, এমনটাই মন্তব্য করলেন সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ।