Breaking : নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভোট গ্রহণ প্রক্রিয়া ঘিরে ব্যাপক উত্তপ্ত, সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে ইট বৃষ্টি। বন্ধ করে রাখা হয়েছে বুথের প্রবেশপথ। নদীয়ার শান্তিপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের 72 থেকে 77 নম্বর বুথে এই মুহূর্তে রনক্ষত্রের চেহারা। সিপিআইএম সমর্থকদের অভিযোগ বহিরাগতদের এনে রাজ্যের শাসকদলের দুষ্কৃতীরা ভোট লুট করার চেষ্টা করছিল। তার প্রতিবাদ করায় তাদের কর্মীদের বেধড়ক মারধর করে তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় দু’পক্ষের ইট বৃষ্টি। ঘটনার জেরে কার্যত বন্ধ হয়ে যায় বুথের প্রবেশপথ। যদিও তৃণমূলের পাল্টা দাবি এই ঘটনা সিপিআইএম আর বিজেপির জড়িত। তৃণমূল এই ঘটনার সঙ্গে সম্পর্ক নেই। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। এখনো উত্তপ্ত হয়ে আছে গোটা এলাকা।
Home রাজ্য দক্ষিণ বাংলা ভোট গ্রহণ প্রক্রিয়া ঘিরে ব্যাপক উত্তপ্ত, সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে ইট বৃষ্টি।।।