বনধের সমর্থনে নেমে বিজেপি মহিলা কর্মী সমর্থক আক্রান্ত,উত্তেজনা নন্দীগ্রামে,পৌছলেন শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:– নজিরবিহীন ভাবে ছাপ্পা ও অবাধ ভোট লুটের প্রতিবাদে বিজেপি রাজ্য কমিটির ডাকা বনধকে সফল করতে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সড়কে পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়। ঘটনা স্থলে নন্দীগ্রাম থানার পুলিশ। নন্দীগ্রামে বাংলা বনধের দিনে হাজির রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের টেঙ্গুয়াতে বিজেপির কার্যকর্তা যখন রাস্তা অবরোধ করে ছিলেন তখনই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এই সময় পুলিশ এবং মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বেশ কয়জন মহিলা আহত হয়েছেন। বিজেপি কর্মীদের অভিযোগ নন্দীগ্রাম থানার আইসি এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। ঘটনা স্থলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পৌঁছান। তাদেরকে আশ্বস্ত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *