জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ শিব চতুর্দশী মহা শিবরাত্রি সকাল থেকেই জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালী বাড়ির শিব মন্দির সহ বিভিন্ন শিব মন্দিরে শুরু হয়েছে মহাদেবের পুজো অর্চনা, এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণের বাইরে পুজোর সামগ্রী বিক্রির আসায় বসেছেন অনেকেই।
যদিও আজ মঙ্গলবার রাত পর্যন্ত বিরাজ করবে এই বিশেষ তিথি সেই কারণেই এই মুহূর্তে ভক্তদের ভিড় চোখে না পরলে ও বেলা বাড়ার সাথে সাথে যে শিব ভক্তদের আগমন হবে পুজোর সামগ্রী বিক্রির দোকানের আয়োজন অন্তত সেটাই জানান দিচ্ছে।