রাস্তায় কুড়িয়ে পাওয়া ১১ টি আধার কার্ড ও ৩ টি ট্রেনের টিকিট ফেরত দিল চাওয়ালা রবীন্দ্রনাথ দাস।

0
318

আবদুল হাই, বাঁকুড়াঃ পৃথিবীতে ভালো মানুষ আজও রয়েছে তা আবার প্রমাণ পাওয়া গেল। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে বাস রবীন্দ্রনাথ দাস নামে এক চাওয়ালা।১১ টি আধার কার্ড ও ৩ টি ট্রেনের টিকিট গোবিন্দপুর পিচ রাস্তায় কুড়িয়ে পায় গতকাল রাত ১০ টায়। সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে প্রতিটি মানুষের সাথে যোগাযোগ করে।আজ মঙ্গলবার রাস্তায় কুড়িয়ে পাওয়া আধার কার্ড ও ট্রেনের টিকিট ফিরিয়ে দিয়ে নজির স্থাপন করলো চাওয়ালা রবীন্দ্রনাথ দাস। হারানো আধার কার্ড ও ট্রেনের টিকিট ফেরত পেয়ে উচ্ছ্বসিত ব্যক্তিরা বলেন, বর্তমান কালে রবীন্দ্রনাথ দাস এর মতো লোক খুবই কম রয়েছে। উনাকে ধন্যবাদ জানাই