নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শিবরাত্রি উপলক্ষে মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মত। এদিন খুব ভোর থেকেই ভিড় করেন পুন্যার্থীরা। সকাল থেকেই জটেশ্বর শিব মন্দিরে লম্বা লাইনে দাঁড়িয়ে ভক্তরা শিবের পূজো করেন। জানা গিয়েছে, দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালেন। বিভিন্ন প্রান্তের থেকে লক্ষাধিক ভক্ত শিবরাত্রি উপলক্ষ্যে মন্দিরে উপস্থিত হন। বহু বছর ধরেই শিব চতুর্দশীতে জটেশ্বরে অনুষ্ঠিত হয় জমজমাট মেলা। জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, “বিভিন্ন জায়গা থেকে মন্দিরে ভক্তরা আসেন। খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয়।”
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার শিবরাত্রি উপলক্ষে মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার...