চুনাখালিতে গ্রামীণ কৃষি বিকাশ ও স্বনির্ভর মিলন মেলা।

0
947

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের চুনাখালিতে শুরু হল গ্রামীণ কৃষি বিকাশ ও স্বনির্ভর মিলন মেলা।দিশারী ফার্মাস্ ক্লাবের উদ্যোগে বৃহষ্পতিবার বিকালে প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্যদিয়ে দ্বাদশতম এই মেলার আনুষ্ঠানিক সুচনা করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা।
উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস,জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,বিশিষ্ট সমাজসেবী বাপ্পাদিত্য নস্কর,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর,শিক্ষারত্ন শিক্ষক নিমাই মালি,সমাজসেবী দেবাশীষ বৈরাগী,শিবানী বর,চুনাখালি পঞ্চায়েত প্রধান দিপালী বৈরাগী,দিলীপ মার্ডি,মাজীদ মোল্লা,অমৃত সরকার,অরুণ মন্ডল,জেলাপরিষদ সদস্যা নীলিমা মিস্ত্রী বিশাল সহ অন্যান্যরা।
মেলা কমিটির অন্যতম সদস্য তথা দিশারী ফার্মাস্ ক্লাবের সম্পাদক বিষ্ণু প্রধান জানিয়েছেন ‘এলাকার কৃষক ও স্বনির্ভর মহিলারা যাতে করে আরো বেশি সচেতন হয়ে চাষ আবাদ করেন এবং প্রটি গৃহের গৃহলক্ষ্মীরা স্বনির্ভর হয় তার জন্য এমন মেলার আয়োজন। মেলা চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।