পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত এক ব্যক্তির।

0
256

আবদুল হাই, বাঁকুড়াঃ পাথরবোঝাই ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পুয়াবাগান ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায় । ৫৬ বছর বয়েসের মানিক মিশ্র। বাড়ি ইন্দপুর থানার নয়াদা এলাকায় ।

স্থানীয় সুত্র জানতে পারা যায় , মানিক মিশ্র নামে ওই ব্যক্তি কর্মসূত্রে পুয়াবাগান সংলগ্ন এলাকায় বাড়ি তৈরী করে সেখানেই থাকতেন । শুক্রবার সকালে সাইকেল নিয়ে তিনি পুয়াবাগান মোরে বাজারে বাজার করতে যাচ্ছিলেন । সেই সময় রাজ্য সড়কের ওপর একটি বেপরোয়া পাথরবোঝাই ডাম্পার তাকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সাধারণ মানুষদের মধ্যে । স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে পথ অবরোধ করে যার জেরে ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ । স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে । এই বিক্ষোভে এলাকার মহিলারাও অংশগ্রহণ করেন । যদিও পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । ঘাতক ডাম্পারটিকে আটক করা গেলেও চালক ও খালাসি পলাতক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here