বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের কানুড়ী গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প।

0
269

সুদীপ সেন, বাঁকুড়া:- রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পের কর্মসূচি সাধারণ জন মানসে দারুন সাড়া ফেলেছে।

অসংখ্য মানুষ এর ফলে উপকৃত হচ্ছেন।

বাঁকুড়া জেলায় এর তৃতীয় পর্যায়ের ক্যাম্প নানা স্থানে অনুষ্ঠিত হচ্ছে।

বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের কানুড়ী গ্রাম পঞ্চায়েতে ৪ই মার্চ অনুষ্ঠিত হলো কানুড়ী জুনিয়র হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প।

এই ক্যাম্পে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও শ্রী যুক্ত মানস কুমার গিরি, স্নেহাশিস মহান্তি ( নির্মাণ সহায়ক) কানুড়ী গ্রাম পঞ্চায়েত, বিশিষ্ট সমাজসেবী সুদেব মন্ডল, মধুসূদন মন্ডল, উৎপল মিশ্র,সমীরণ মাজি ও অন্যান্য রা।

ক্যাম্পে অংশগ্রহণকারী দের অভিমত, এতদিন ব্লকে গিয়ে লাইন দিয়ে এই নানা সামাজিক প্রকল্পের সুবিধা পেতে হতো, দুয়ারে সরকার ক্যাম্প হওয়ায় মানুষের অনেক উপকার হচ্ছে।
এছাড়া লক্ষ্মীর ভান্ডার, কাস্ট সার্টিফিকেট এই সুবিধা সহজে পাওয়া যাচ্ছে।