ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, শংকর স্মৃতি সংঘ প্রাঙ্গণে স্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমান এ. সি. বাসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

0
294

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের রক্তের ভাঁড়ার শূণ্য । সংকটময় মুহূর্তে সামাজিক দায়বদ্ধতাই মানবতাকে সামনে রেখে হারাধন সাহার শুভ জন্মদিন উপলক্ষে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, শংকর স্মৃতি সংঘ প্রাঙ্গণে স্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমান এ. সি. বাসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে নতুন প্রজন্মের সম্পাদক হারাধন সাহা রক্তদান করে শিবিরের শুভ সূচনা করেন। নতুন প্রজন্মের সভাপতি কোয়েল চৌধুরী সহ মোট ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে বক্তব্য রাখেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, উদীচীর সম্পাদক অঞ্জনা মণ্ডল, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি, সেন্ট জন অ্যাম্বুলেন্স সমাজকর্মী সুরজিৎ মন্ডল, শংকর স্মৃতি সংঘের সম্পাদক বাবলু ঘোষ, স্বপ্নছায়া আলোর দিশার সভাপতি মুন্না রায় প্রমূখ। শিবিরে সবুজ সৃষ্টির লক্ষ্যে ‘স্পার্কের’ পক্ষ থেকে রক্ত বন্ধুদের চারাগাছ প্রদান করা হয় এবং কেক কেটে জন্মদিনের সমাপ্তি করা হয়।