নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- আবারও নয়াগ্ৰামের কৃষি জমি লাগোয়া এলাকায় হাতির মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার সকালের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গেছে এদিন সকালে নয়াগ্ৰামের মলম ৪ নম্বর অঞ্চলের কপ্তিভোল গ্রামের কৃষি জমি লাগোয়া জায়গায় একটি পূর্ণ বয়স্ক দাঁতালের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।পরে ওই ঘটনার খবর বন দফতরে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বন দফতরের কর্মীরা এসে হাতিটিকে উদ্ধার করার জন্য তোড়জোড় শুরু করে। তবে হাতির মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি বন দফতরের কর্মীরা। তাদের কথায় মৃত হাতিটির ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
তবে নয়াগ্ৰাম তথা জঙ্গলমহল এলাকায় হাতির মৃত্যুর ঘটনায় বন দপ্তরের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।কারণ জঙ্গলমহল এলাকায় দিনের পর দিন হাতির উৎপাত থাকা সত্ত্বেও বন দফতর এর কর্মীরা হাতির স্বাস্থ্য এবং গতিবিধি নিয়ে ঠিকঠাক খোঁজ খবর নিচ্ছেন না। তবে পূর্ণবয়স্ক ওই হাতির মৃত্যু কে কেন্দ্র করে শনিবার ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দারা ধূপ জ্বালিয়ে ফুলের মালা পরিয়ে মৃত হাতিটিকে শ্রদ্ধা জানায়। জঙ্গল মহল জুড়ে হাতির দল যতই তাণ্ডব করুক না কেন জঙ্গলমহলের মানুষ হাতিকে দেবতারূপে পুজো করেন । তাই ওই এলাকার বাসিন্দারা হাতির মৃত্যুর ঘটনাকে মন থেকে মেনে নিতে পারছে না। ঠিক কি কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে গিয়ে বনদপ্তর এর আধিকারিকরা তদন্তের কাজ শুরু করেছে।