মায়াপুর ইসকন মন্দির থেকে শুরু হয় ৭২ ক্রোশ নবদ্বীপ মন্ডল পরিক্রমা শ্রীচৈতন্য মহাপ্রভুর 536 তম আবির্ভাব তিথি উপলক্ষে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শ্রীচৈতন্য মহাপ্রভুর 536 তম আবির্ভাব তিথি উপলক্ষে রবিবার সকাল ছটা নাগাদ মায়াপুর ইসকন মন্দির থেকে শুরু হয় ৭২ ক্রোশ নবদ্বীপ মন্ডল পরিক্রমা। এই দিন সকালে অগণিত দেশি-বিদেশি ভক্তবৃন্দেরা মায়াপুর তারন পুর ঘাট হয়ে সুবর্ণ বিহার, হরিহর ক্ষেত্র, পঞ্চানন তলা সহ ভক্তবৃন্দরা পায়ে হেঁটে মহাপ্রভুর স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন। এরপর পরিক্রমা ঠিক ফিরে আসবে ইসকন মন্দির প্রাঙ্গণে। নবদ্বীপ মন্ডল পরিক্রমা টি আজ থেকে শুরু হয়ে চলবে পাঁচদিনব্যাপী। এই মিলন উৎসব এর মূল উদ্দেশ্য হলো সারা বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা বলে জানান মায়াপুর ইসকনে মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *