মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যুদ্ধের ভয়াভয় আতঙ্কের মধ্যেই ইউক্রেন থেকে ফিরলেন মেদিনীপুরের অতসী খান।
ইউক্রেনের মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্রী। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়ে অতসী l ভারত সরকারের তৎপরতায় তাকে নিজের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় l এর জন্য তিনি ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এর পাশাপাশি রাজ্য সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করেন । অতসী বলেন ইউক্রেনে যুদ্ধের সময় আটকে পড়ে য়ায়। নিজের দেশে ফিরবে বলে সেই আশা ছিল না বাড়িতে আসার পর বাড়ির পরিবারের মুখে হাসি ফুটে। ইউক্রেন থেকে বাড়িতে ফেরার পর তার সঙ্গে দেখা করতে আসেন বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় নেত্রী ভারতী ঘোষ l ইউক্রেনের ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতিতে তিনি কিভাবে ভারতে ফিরলেন সেই কাহিনী শোনেন এবং এর পাশাপাশি ভারতী ঘোষ তার পড়াশুনায় যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য কিছু সদুপদেশ তাকে দিয়েছেনI