সাঁকরাইলে হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু এলাকা জুড়ে শোকের ছায়া।

0
241

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- শনিবার রাত্রি এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলের কালিকানালা এলাকায়। মৃত ব্যক্তির নাম লক্ষ্মী দাস, তার বয়স প্রায় ৫৫ বছর। তার বাড়ি কালিকানালা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাত এগারোটা নাগাদ গ্রামের মাঠে বোরো ধান চাষের জমিতে সে সেচের জল দিতে গিয়েছিল। সেই সময় আচমকা হাতি এসে তারউপর হামলা চালায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। যার ফলে গোটা এলাকা জুড়ে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তার পরিবারের লোকেরা ও স্থানীয় বাসিন্দারা ।লক্ষ্মী দাস এর মৃত্যুতে তার পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েন ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ টি উদ্ধার করে রবিবার সকালে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায় যে ওই এলাকায় তিনটি হাতি কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে। বিষয়টি বন দফতর কে জানানো হয়েছে। ওই এলাকার জঙ্গলে এখনো সেই তিনটি হাতি রয়েছে । সেই তিনটি হাতি তাণ্ডব চালিয়ে শনিবার রাতে ওই ঘটনা ঘটিয়েছে। যার ফলে লক্ষ্মী দাস এর মৃত্যু হয়েছে চাষের জমিতে। বনদপ্তর এর পক্ষ থেকে মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই তিনটি হাতি কে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বন দফতর এর কাছে আবেদন জানিয়েছেন । লক্ষ্মী দাস এর মৃত্যুর ঘটনার পর ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।