বেআইনি পোস্ত চাষের গাছ নষ্ট করল চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।

0
405

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:-  বেআইনি পোস্ত চাষের জমিতে অভিযান চালায় পুলিশ।ভেঙ্গে নষ্ট করা হল একাধিক চাষের জমির পস্ত গাছ।সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মানিক কুণ্ডু গ্রামের একাধিক পোস্ত চাষের খেতে পোস্ত গাছ ভেঙে নষ্ট করল চন্দ্রকোনা থানার পুলিশ কর্মীরা। এদিন পুলিশ লাঠি দিয়ে সমস্ত পোস্ত গাছ কে ভেঙে নষ্ট করে দেয়। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নিশ্বর রায় চৌধুরী,চন্দ্রকোনা টাউন থানার অফিসার ইনচার্জ রবি স্বর্ণকার ও ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির অফিসার প্রশান্ত কীর্তনীয়া।পুলিশ সুত্রে খবর আগামী দিনেও বেআইনি ভাবে চাষ করা পোস্ত চাষের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলবে। চন্দ্রকোনা এক ব্লক এর মানিক কুণ্ডু এলাকায় বেআইনিভাবে বেশকিছু মানুষ পোস্ত চাষ করেছে বলে গোপন সূত্রে খবর পায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকালে ওই গ্রামে গিয়ে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশ অভিযান চালায়। পোস্ত চাষ করার জমি তে গিয়ে পোস্ত চাষ নষ্ট করে দেয় পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি ।পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে যারা বেআইনিভাবে পোস্ত চাষ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কারা ওই পোস্ত চাষ করেছিল তাদের নাম গ্রামবাসীরা জানাতে চায় নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।