বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বীরভূম জেলার দুবরাজপুর RBSD হাই স্কুলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের চারা গাছ, কলম দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি পরীক্ষার্থীর তাপমাত্রা মাপা হয়। এই পরীক্ষা কেন্দ্রে মোট ২১৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নব নির্বাচিত কাউন্সিলার ভাস্কর রুজের উদ্যোগে দুবরাজপুর RBSD হাই স্কুলে পরীক্ষার্থীদের জ্লের বোতল এবং মাস্ক দেওয়া হয়।
উল্লেখ্য, দুবরাজপুরে মোট ৬ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। মেন পরীক্ষা কেন্দ্র করা হয়েছে দুবরাজপুর RBSD হাই স্কুলে। সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ২১৬ জন। বাকী ৫ টি সেন্টার করা হয়েছে। শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে ৩৩৩ জন, সারদেশ্বরী বিদ্যা মন্দির ফর্ গার্ল্স স্কুলে ২৮২, তপন বসু বিদ্যা নিকেতনে ১৯৮, চিনপাই হাই স্কুলে ৭৮, বক্রেশ্বর প্রবীর সেনগুপ্ত উচ্চ বিদ্যালয়ে ২২২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। মোট পরীক্ষার্থী ১৩২৯ জন।