নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- ডাকাতি উদ্দেশ্য জড়ো দুই ভিন রাজ্যের দুষ্কৃতী সহ ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করল পশ্চিম মেদিনীপুর জেলার খরগপুর টাউন থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রে খরকপুর শহরের নিমপুরা এলাকায় একটি স্করপিও নিয়ে কয়েকজন দাঁড়িয়েছিল। পুলিশের সন্দেহ হলে পরেই তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে আসল ঘটনা বেরিয়ে আসে। এরপর পুলিশ তাদের তল্লাশি করলেই তাদের কাছ থেকে সেভেন এম এম পিস্তল ও গুলি উদ্ধার হয় । পুলিশের জেরায় তারা স্বীকার করে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল তারা।সঙ্গে আনা ওই স্করপিও গাড়িটি নিয়ে ডাকাতি করতে যেতো বলে পুলিশকে জানিয়েছে তারা । পুলিশ বন্দুক সহ স্করপিও গাড়িটিকে আটক করেছে ।অভিযুক্ত মঙ্গলবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হবে জানা গেছে , নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে, তবে এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা খড়গপুর শহরজুড়ে।