নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জেলা জুড়ে ক্রমাগত বাড়ছে স্বাস্থ্যকর্মী নিগ্রহর ঘটনা। কল্যাণী জে এন এম হাসপাতালেও মাঝেমধ্যেই কর্মবিরতি ডাক দিয়ে বিক্ষোভ করতে দেখা যায় জুনিয়র ডাক্তারদের।
আজ নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গ্রুপ ডি স্টাফ দেবজিৎ ভদ্র অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতন কোভিদ ভ্যাকসিন দেওয়ার ডাটা এন্ট্রির কাজ করছিলেন। শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের দু নম্বর গেটের বাসিন্দা বলাই হালদারকে বয়স জানতে চাওয়ায়, তিনি বলেন যা খুশি লিখতে । এরপর প্রতিশোধ নেওয়ার আগে তিনি টিপস দিতে অস্বীকার করেন । আর এই নিয়েই বাদে বচসা। গ্রুপ ডি স্টাফ দেবজিৎ ভদ্র জানান, হঠাৎ সপাটে তাকে কিল-ঘুষি মারতে হতে থাকে বলাই হালদার নামের ওই যুবক। তার সাথে আগত এক মহিলা পেছন থেকে গেঞ্জি টেনে ছেড়ে দেওয়া এবং প্রহার করতে থাকে। ওয়ার্ড মাস্টার হিসেবে দায়িত্বে থাকা মাধবেন্দ্র সরকার জানান এর আগেও গ্রুপ ডি স্টাফ, নার্সিং স্টাফ এবং ডাক্তারদের উপর অনেক সময় চড়াও হন। পুলিশি নিরাপত্তা জোরদার করে, শান্তিপুর থানা দোষীকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিলে তবেই তারা আবার স্বাভাবিক কবে ফিরবেন। কতক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে বলেই জানিয়েছেন তিনি। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারেন্টেন্ড ডক্টর তারক বর্মন জানান, কোভিদ পরিস্থিতির মধ্যে বিপুল সংখ্যক মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন এই স্বাস্থ্যকর্মীরাই।
হাসপাতাল গেটে সমস্ত স্বাস্থ্যকর্মীরা দীর্ঘক্ষন বিক্ষোভ শামিল হন।
তাদের প্রতি এ ধরনের আচরণ নিন্দনীয়। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে ব্যক্তি সনাক্তকরণ করা সম্ভব হয়েছে এ বিষয়ে শান্তিপুর থানায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হচ্ছে।