সভ্যতার রঙ্গিন প্রলেপের এই সময়ে ‘বেতার’ নামক শব্দটা ক্রমশ অপরিচিত হয়ে ওঠা বর্তমান প্রজন্মের কাছে বেতারের ঐতিহ্য তুলে ধরতে, হাওরায় এক আলোকিত উৎসবের মাধ্যমে গত ৬ই মার্চ অনুষ্ঠিত হয়ে গেলো বেতার-শ্রোতাপ্রেমীদের সংগঠন “বেতার বন্ধন” এর বার্ষিক মিলনমেলা উৎসব-২০২২।

0
1144

হাওড়া, সৌগত রাণা কবিয়াল:- ছেলেবেলায় বাড়িতে গ্রীষ্মের ছুটিতে চিনি কাকুর ছোট্ট ট্রানজেষ্টার( রেডিও) নিয়ে খোলা আকাশের নিচে নদীর ধারে জাম গাছের ছায়ায় বসে চুপ করে গান শুনতে শুনতে কতো বিকেল সন্ধ্যায় গড়িয়েছে..! যতটা সময় সম্ভব হাতছাড়া করতে চাইতাম প্রিয় এই ছোট্ট যাদুর বাক্সটিকে…!
আমার মতন এই যাদুর বাক্স ‘রেডিও’ আজও শ্রোতাদের আছে অসাধারণ কিছু..! বিশেষ করে সঙ্গীতানুরাগী শ্রোতাদের কাছে বেতার মানেই যেন ফেলে আসা দিনে একলা সময়ের এক অসাধারণ সুখী সময়ের ছবি..!
সময়ের ঘোড়ায় সভ্যতার রঙ্গিন প্রলেপ পড়ে এই প্রজন্মের কাছে ‘বেতার’ নামক শব্দটা ক্রমশ অপরিচিত হয়ে গেলেও, দু-যুগ আগের প্রজন্ম অব্দি বেতারে কান পেতে গানের ডালিতে বিভোর হওয়ার নেশাটা এখনও শহরের পথচলতি মানুষের ও শহরের বাইরে প্রান্তিক জীবনধারায় একটি অন্যতম প্রধান সুখের বিনোদন হয়েই আছে….!

আর বেতার বলতে একসময় ‘আকাশবাণী’ নামেই সকলে জানতো..! পরবর্তীতে আকাশবাণী সহ প্রাইভেট বেতার কেন্দ্রগুলোও এখনও অনেক ক্ষেত্রেই কর্মজীবী মানুষের ছুটে চলার পথে বিরক্তিকর সময় যাপনকে পাশ কাটিয়ে নিজেকে তাজা করে নেয়ার সেই চেনা যাদুর বাক্স সুখ…!

“বেতার বন্ধন”…..
বাংলার আপামর সাধারণ সঙ্গীত পিপাসু শ্রোতাদের একান্ত ভালোলাগার এই অনুভূতিকে, আগামী প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে মগ্ন এমনই এক শ্রোতাবন্ধুদের সংগঠন, যার মাধ্যমে বিগত প্রায় ১১ বছর ধরে শুধুমাত্র বেতারকে ভালোবেসে এক অসাধারণ বন্ধন সৃষ্টি করে চলেছে রেডিও-শ্রোতাদের মাঝে…!

গত ৬ই মার্চ ‘বেতার বন্ধন’ পরিবারের ( বেতার শ্রোতা সংগঠন) আয়োজনে, হাওরার আন্দুর রোডের বকুলতলার থানামাথুয়া মডেল হাই স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেলো ‘বেতার বন্ধন’ এর বার্ষিক মিলনমেলা -২০২২…!

পশ্চিম বাংলা সহ সারাদেশ থেকে বেতারপ্রেমী শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে, ফাগুন আনন্দে মুখরিত হয়ে উঠেছিলো অনুষ্ঠান মঞ্চ…! আকাশবাণীর অতীত ও বর্তমান গুনি অনুষ্ঠান সঞ্চালকদের উপস্থিতিতে অনুষ্ঠানটির মাধুকরী মাধুর্য ছিলো চোখে পড়ার মতো উজ্জ্বল…!

বেতার বন্ধন এর এই বার্ষিক মিলনমেলায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্রী মঙ্গল প্রসাদ মাইতি মহাশয়, থানামাকুয়া মডেল হাই স্কুল প্রধান শিক্ষক শ্রী প্রবাল নষ্কর মহাশয়, বিশিষ্ট বাচিকশিল্পী শ্রীমতী কথাকলি চ্যাটার্জী মহাশয়া ও শ্রীমতী এমিলি ব্যানার্জি মহাশয়া, আকাশবাণীর সঞ্চালিকা শ্রীমতী অয়ন্তিকা ঘোষ মহাশয়া, সঞ্চালিকা শ্রীমতী স্মিতা গুপ্ত বিশ্বাস মহাশয়া, শ্রী বরুন দাস মহাশয়, শ্রী অমিতা ব্যনাজী মহাশয়, শ্রী অরিজিৎ গাঙ্গুলী মহাশয়, ‘সব খবর’ প্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক শ্রী সৌগত রাণা কবিয়াল মহাশয় সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ গন…!

“বেতার বন্ধন” বর্তমান সভাপতি শ্রী *সামসের মল্লিক* মহাশয়ের সাথে আন্তরিক কথোপকথনে উঠে এলো বেতার বন্ধনের বর্ণাঢ্য ইতিকথা…!

২০১১ সালের ৮ই জানুয়ারী আলিপুর চিড়িয়াখানায় এক শান্ত বিকেলে আড্ডার ছলে বেতার শ্রোতাপ্রেমী একদল সমমনা সৃষ্টিশীল মানুষ *শ্রী অনিমেষ ভট্টাচার্য, শ্রী অজিত কুমার দে,শ্রী দিপক কুমার তুং, শ্রী দেবরাজ গায়েন, শ্রী বাবলু কুমার সিনহা*- সহ প্রায় পঁচিশ জনের উপস্থিতিতে বেতার বন্ধন পরিবারের পথ চলার শুভারম্ভ হয়…! এর পরের বছরই পশ্চিম মেদিনীপুরের বেতার বন্ধু *শ্রী অজিত কুমার দে* কে সভাপতি এবং হাওড়ার *শ্রী রবিন মান্না* কে সম্পাদক করে বোটানিক্যাল গার্ডেনে মিলন মেলায় বিবিধ ভারতীর সঞ্চালক *শ্রী প্রভাত কুমার সাহার* উপস্থিতিতে সংগঠনের ‘বেতার বন্ধন’ নামকরণে একটি বার্ষিক পত্রিকা আত্মপ্রকাশ ঘটে যা এখনো নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে আসছে…!
তারপর থেকে ধারাবাহিকভাবে এ যাবৎ সংগঠনটির উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন সহ রেডিও শোনার প্রতি নতুন প্রজন্মের শ্রোতাদের উৎসাহ প্রদান, হলদিয়ায় বিশ্ব বেতার দিবসে দুঃস্থ বেতার প্রেমী শ্রোতাদের মাঝে রেডিও বিতরণ, দক্ষিণেশ্বর কোরাশ সংস্থার মাধ্যমে অসহায় দুস্থ শিশুদের শিক্ষা সামগ্ৰী প্রদান, শ্যামসখার সাথে হাত মিলিয়ে বীরভূম জয়দেব দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরন, কোভিড সময়ের লকডাউন সময়ে সামাজিক বিপর্যয়ে বিপর্যস্ত বেতার শ্রোতাদের আর্থিক সহায়তা প্রদান, আমতায় খাদ্য সামগ্রী বিতরণ সহ প্রাকৃতিক বিপর্যস্ত ইয়াশ পরবর্তী মৌশুনী আইল্যাণ্ডে বস্ত্র প্রদান সহ নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে ‘বেতার বন্ধন’ পরিবার তাদের শ্রোতা ফোরামের সদস্যদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে…!

‘বেতার বন্ধন’ প্রতিষ্ঠাতা সংগঠক সদস্য স্বর্গীয় দেবরাজ গায়েনের অকাল প্রয়াণে, সংগঠনটির প্রতি তার ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমে সন্মান জানিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বেতার বন্ধন পরিবার…! স্বর্গীয় দেবরাজ গায়েনের প্রতি আগত শ্রোতা বন্ধুদের আবেগপূর্ণ ভালাবাসাময় শ্রদ্ধাঞ্জলি এবং বেতার বন্ধন পরিবারের পক্ষ থেকে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি তার নামে উৎসর্গ করা হয়….!

উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি *শ্রী সামসের মল্লিক* সম্পাদক *শ্রী দিপক কুমার তুং* আহ্বায়ক *শ্রী বাবলু কুমার সিনহা* সহ সত্যজিৎ দাস, সঞ্জীব রাহা, অমিতাভ মুখার্জি, অনিতা বসু- সহ বেশ কয়েকজন সদস্য বন্ধু অক্লান্ত পরিশ্রম করে পরম ভালোবাসায় সংগঠনটির দ্বায়িত্ব পালন সফলতার সাথে খুব সুন্দর ভাবে করে চলেছেন…!
অনুষ্ঠানের মুখ্য পর্যায়ে মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিদের হাত দিয়ে মোড়ক উন্মোচিত হয় বেতার বন্ধন’ এর নিয়মিত সাহিত্য সাময়িকী “বেতার বন্ধন”…!
দেশের নানান প্রান্তের গুনি কবি সাহিত্যিকগনের মেধাবী লেখায় সম্বৃদ্ধ হয়েছে এবারের ‘বেতার বন্ধন’ সাময়িকী সংখ্যা..!

কোভিড বিপর্যয়ে যখন আকাশবাণী বেতারের অনুষ্ঠান অনিয়মিত পড়ে তখন শ্রোতাদের ভালোলাগার কথা মাথায় রেখে সেই কোভিড পরিস্থিতিতে বেতার বন্ধন পরিবার আকাশবাণীর সঞ্চালকদের নিয়ে সেই সময় নিজ উদ্যোগে শুরু করেন বিনোদন মূলক অনুষ্ঠান *”কথায় কথায়*, যা কিনা সেই সময় ঘর বন্দী বেতার প্রেমী শ্রোতাদের মধ্যে ব্যপক আলোড়ন সৃষ্টি করে এবং শ্রোতাদের কাছ থেকে অভাবনীয় সারা ও অকুন্ঠ ভালোবাসা পায়…! এখনও এর পাশাপাশি প্রতি রবিবার বিকেল ৩টায়, *একলা রাতে তোমার সাথে*- প্রতি শনিবার রাত ৮-৩০ মিনিটে, *জলসাঘর* প্রতিদিন রাত ৮ টায় নিয়মিত পরিবেশন করা হচ্ছে…! এছাড়াও মাসিক * ক্যুইজ* নিয়মিত *জন্মদিনের শুভেচ্ছা* বিনিময় ফেসবুক পোস্ট করা হয় বেতার বন্ধনের ফেইসবুক পেইজ থেকে…!

সময় সভ্যতার চাকায় যতই বেগ আনুক না কেন, বাংলার মানুষের আবেগের যায়গায় বেতার একটি মুক্ত বাতাসে নিঃশ্বাসের মতো… সেই ভালোলাগা থেকে আগামী প্রজন্মের কাছে বেতারের ঐতিহ্যগত আবেগকে তুলে ধরে ‘বেতার বন্ধন’ মানুষের সামাজিক বন্ধনের ঐতিহ্যকেই মূলত লালন করে চলেছে নিজেদের প্রচেষ্টায়..!

‘সব খবর’ পক্ষ থেকে অফুরন্ত শুভ কামনা রইলো বেতার বন্ধন পরিবারের সকল সন্মানিত সদস্যবৃন্দ ও শ্রোতাবন্ধুদের জন্য..!

সৌগত রাণা কবিয়াল—–
—-( কবি সাহিত্যিক ও প্রাবন্ধিক )